প্রকাশিত: ১৬/১০/২০১৫ ৯:০৬ অপরাহ্ণ
কক্সবাজার ফুটবল একাডেমির আত্মপ্রকাশ

মুজিবুর রহমান প্রেসিডেন্ট ও জ্যোর্তিময় বড়ুয়া মঙ্গল এমডি

Mujib & Mongol copy
প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজারবাসীর দীর্ঘ প্রতীক্ষিত কক্সবাজার ফুটবল একাডেমীর আত্মপ্রকাশ ঘটেছে। বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজনীতিবিদ মুজিবুর রহমান চেয়ারম্যানকে প্রেসিডেন্ট ও নব্বই দশকের কৃতি ফুটবলার, বিশিষ্ট ফুটবল কোচ জ্যোর্তিময় বড়ুয়া মঙ্গলকে ম্যানেজিং ডিরেক্টর করে ২৭ সদস্য বিশিষ্ট কক্সবাজার ফুটবল একাডেমি গঠিত হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে কক্সবাজার জেলার সাবেক কৃতি ফুটবলার ও সংগঠকরা স্থান পেয়েছে।

গত ১৪ অক্টোবর এমডি জ্যোর্তিময় বড়–য়া মঙ্গলের পৃথক আবেদনের প্রেক্ষিতে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থা বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদ অবহিত করার আবেদন পত্র গ্রহণ করেছে। এতে করে ১ম বারের মত কক্সবাজারের বিকাশমান ফুটবলকে আরো এগিয়ে নিতে কক্সবাজার ফুটবল একাডেমির পথ চলা শুরু হয়েছে। দেশের ফুটবলের দু’নিয়ন্তা সংস্থার কর্ণধাররা কক্সবাজার ফুটবল একাডেমির আত্মপ্রকাশকে দেশের ফুটবলের জন্য শুভ লক্ষণ উল্লেখ করে সর্বোত সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এদিকে কক্সবাজার ফুটবল একাডেমির পূর্ণাঙ্গ কমিটি হলো- প্রেসিডেন্ট মুজিবুর রহমান চেয়ারম্যান, এমডি জ্যোর্তিময় বড়–য়া মঙ্গল, ডিরেক্টর সাবেক কৃতি ফুটবলার ইসমাইল কুতুবী, গিয়াস উদ্দিন, মামুনুল করিম, খোরশেদ আলম, ফজলুল করিম সাঈদী, এম জাহেদ উল্লাহ, মোঃ শাহজাহান আনসারি, এম আর মাহবুব, আহসান সুমন, সদস্যগণ হলেন ছুরুত আলম, শরাফত উল্লাহ বাবুল, সরওয়ার আজম, সাইফুল ইসলাম টিটু, আবুল কাশেম, নুরুল আলম নুরু, মোহাম্মদ হানিফ, ফরহাদুজ্জামান, আবদুল্লাহ্ আল মামুন শাহীন, সিরাজ উদ দ্দৌল্লা, আলমগীর হোছাইন, নুর উল্লাহ্ মনজুরুল হুদা, দীপক শর্মা দীপু, করিম উল্লাহ, মোঃ আমিন, খালেদ মোশাররফ প্রমুখ।

অভিনন্দন ঃ এদিকে ১ম বারের মত কক্সবাজারের ক্ষুদে ফুটবলারদের স্কুল খ্যাত কক্সবাজার ফুটবল একাডেমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন, কক্সবাজার জেলা ফুটবল ক্লাব এসোসিয়েশন ও কক্সবাজার ফুটবল কোচেস এসোসিয়েশন। পৃথক বিবৃতিতে এসব ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারের ফুটবল পাগল দর্শক ও ক্রীড়া সংগঠকদের কথা চিন্তা করে কক্সবাজার ফুটবল একাডেমির এ আত্মপ্রকাশ দেশীয় ফুটবলে কক্সবাজার অতি সহসাই খেলোয়াড় তৈরির তীর্থ কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে।

পাঠকের মতামত

উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

নিহতের জিহ্বা কেটে পালিয়েছে সহযোগীরাউখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

  পলাশ বড়ুয়া:: কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু ...