
csb24.com::
ওয়ানডে ও টোয়েন্টি২০ ম্যাচ খেলতে আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া আগামী জানুয়ারিতে হবে দুই দলের টেস্ট সিরিজ। তিনি বলেন, স্থগিত হওয়া সিরিজ খেলতে ২০১৬ কিংবা ২০১৭ সালে সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ার পর জিম্বাবুয়ে ক্রিকেট দলকে টেস্ট সিরিজ খেলার প্রস্তাব দেয় বাংলাদেশ। জিম্বাবুয়েও তাতে সম্মতি জানায়।
পরে দুই দেশের সম্মতিতে আগে ওয়ানডে ও টি-২০ এবং পরে টেস্ট খেলার সিদ্ধান্ত নেয়া হয়।
নিরাপত্তা ঝুঁকির কারণে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর স্থগিত করে। তাই আন্তর্জাতিক ম্যাচ থেকে বেশ লম্বা গ্যাপের ঘাটতি পুষিয়ে নিতে নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর এ সফরে টেস্ট নয় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মূলত সময় স্বল্পতার কারণেই টেস্টের পরিবর্তে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটাই আগে খেলার পরিকল্পনা করছে বিসিবি। আর সফরসূচিও মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে।
এর আগে বিসিবি জানায়, আগামী ১ নভেম্বর বাংলাদেশে আসতে পারে জিম্বাবুয়ে আর ওয়ানডে ৩টি হতে পারে ৪, ৬ ও ৮ নভেম্বর। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবার সম্ভাব্য তারিখ ১১, ১৩ ও ১৫ নভেম্বর। তবে সময় স্বল্পতার কারণে ১টি টি–টোয়েন্টি কমানোও হতে পারে।
পাঠকের মতামত