১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
আব্দুস সালাম, টেকনাফ:: বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ছয়টি মাছ ধরার ট্রলারসহ অস্ত্রের মুখে ধরে নিয়ে ...
অনলাইন ডেস্ক।
ঝালকাঠি সরকারি শিশু সদনের আবাসিক ছাত্র মারুফ হাসান (১২) ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শনিবার শিশু সদন থেকে সে নিখোঁজ হয় বলে জানা গেছে। নিখোঁজ মারুফ হাসান বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে ও ঝালকাঠি সরকারি শিশু সদনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এ ব্যাপারে শিশু সদন কর্তৃপক্ষ ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। ঝালকাঠি থানার এসআই আবদুল হালিম তালুকদার জানান, শিশুটি নিজের ইচ্ছায় পালিয়েছে, না অন্য কোনো কারণে নিখোঁজ রয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে। ঝালকাঠি সরকারি শিশু সদনের তত্ত্বাবধায়ক সুকুমার চন্দ্র বলেন, শিশু সদন কর্তৃপক্ষ ও ওই শিশুটির পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। এখনও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
পাঠকের মতামত