csb24.com::
‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’ অনুষ্ঠানের নির্মাতারা অদ্ভুত এক সমস্যায় পড়েছেন। বলিউডের মেগাস্টার বিগ বি এ অনুষ্ঠানের সঞ্চালক। অনুষ্ঠানের শুটিং শুরু করামাত্রই ৭৩তম জন্মবার্ষিকী চলে এলো অমিতাভ বচ্চনের। ওই অনুষ্ঠানের একটি দৃশ্যায়ন এমন ছিল যে, অমিতাভকে তার মতোই দেখতে অপর একজনের সঙ্গে শুটিং করতে হবে। আর সেখানেই লাগলো ঝামেলা।
ভারতের বিভিন্ন অঞ্চলে বলিউড তারকাদের নকল মানুষ রয়েছেন। তারাও মানুষের মাঝে বেশ জনপ্রিয়। বিগ বি’র আছে বেশ কয়েকজন ডুপ্লিকেট। কিন্তু একজনকেও পাওয়া যাচ্ছিলো না। এর কারণ হলো, বিভিন্ন প্রান্ত থেকে নকল অমিতাভরা ডাক পেয়েছেন। সেখানে মেগাস্টারের জন্মবার্ষিকী পালনের আয়োজন হয়েছে। ওই সকল অনুষ্ঠানে কেক কাটতে যাচ্ছেন নকলরা।
ভারতে অমিতাভের মতোই দেখতে প্রায় ১০ জন রয়েছেন। তারা সবাই ব্যস্ত ছিলেন। অনেক খুঁজে অবশ্য একজনকে পাওয়া গেলো। অবশেষে নকল অমিতাভ এবং আসল অমিতাভ একসঙ্গে শুটিং করলেন। এতে দারুণ মজা পেয়েছেন বিগ বি। সূত্র : ডিএনএ ইন্ডিয়া
পাঠকের মতামত