ক্রীড়া ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গল টেস্টে দারুণ এক কৃতি গড়েছেন দিমুথ করুনারত্নে ও দিনেশ চান্দিমাল। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টে তৃতীয় উইকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানের জুটির নতুন রেকর্ড গড়েছেন এই দুজন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার থেকে শুরু হওয়া গল টেস্টের দ্বিতীয় দিনে করুনারত্নে ও চান্দিমাল তৃতীয় উইকেটে ২৩৮ রানের জুটি গড়ে সাঙ্গাকারা-জয়াবর্ধনের ১৪ বছরের অক্ষত রেকর্ডটি ভেঙে দিয়েছেন।
৩৫৪ বলে ১৮৬ রান করে মারলন স্যামুয়েলসকে রিটার্ন ক্যাচ দিয়ে আউট হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় তার প্রথম ডাবল সেঞ্চুরির স্বপ্ন। ১৬টি বাউন্ডারি আর ১টি ছক্কা দিয়ে নিজের ইনিংস সাজান করুণারত্নে। তবে, লংকান ওপেনারে এটাই টেস্টে সবচেয়ে লম্বা ইনিংস। এর আগে সর্বোচ্চ ১৫২ রান করেছিলেন তিনি। এবার করলেন ১৮৬ রান।
চান্ডিমাল ব্যাট করছিলেন ১১৩ রান নিয়ে। তার সঙ্গী অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ ব্যাট করছেন ১ রান নিয়ে। দলীয় রান ১১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪৪।
এর আগে সকালে আগেরদিনের ২ উইকেটে ২৫০ রান নিয়ে ব্যাট করতে নামে করুণারত্নে এবং চান্ডিমাল। করুণারত্নে ছিলেন ১৩৫ রানে এবং চান্ডিমাল ছিলেন ৭২ রানে।
পাঠকের মতামত