স্পোর্টস ডেস্ক :
বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা ভারত জিতলো এমএস ধোনির কারণে। ভারত অধিনায়ক সমালোচকদের উচিৎ জবাব দিয়েছেন। কিন্তু বাইরে নানা কথা হলেও ভারত দলের ভেতরে ধোনির গুনমুগ্ধ আছেন অনেকে। অভিজ্ঞ স্পিনার হরভজন সিং বলেছেন, দারুণ নেতৃত্ব দিয়েছেন ধোনি। আর পেসার ভুবনেশ্বর কুমার বলেছেন, তাদের ভাগ্য ভালো যে ধোনির মতো একজন অধিনায়কের অধীনে খেলছেন।
খুব বাজে পরিস্থিতিতে ধোনি ৮৬ বলে ৯২ রান করে অপরাজিত থেকেছেন। তারপর তিনটি ক্যাচ নিয়েছেন। একটি স্টাম্পিং করেছেন। ভারত জিতেছে ২২ রানে। আর এরপর হরভজন বলেছেন, “চমৎকার নেতৃত্ব দিয়েছে ধোনি।” হরভজন নেন ২ উইকেট।
ভুবনেশ্বর তিনটি উইকেট শিকার করেছেন। আজ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইডটটিভির কাছে বলেছেন, “এভাবে একা হাতে নেতৃত্ব দেয়া আমাদের অধিনায়কের জন্য প্রথম নয়। বহু বছর হলো এমনটা করছে সে। দল যখন বাজে পরিস্থিতিতে থাকে তখন সে দলকে টেনে তোলে।” ভুবনেশ্বর আরো বলেছেন, “আমরা ভাগ্যবান যে তার অধীনে খেলতে পারছি এবং শিখতে পারছি।”
প্রকাশিত: ১৫/১০/২০১৫ ১:৩১ অপরাহ্ণ
সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
পাঠকের মতামত