স্পোর্টস ডেস্ক :
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর অনেকের সহানুভূতি পাচ্ছেন মোহাম্মদ আমির। কিন্তু প্রত্যেক মূদ্রার তো অপর পিঠ থাকে। ভিন্ন দিকটাও তাই প্রথমবারের মতো দেখতে হলো স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে সাজা খাটা আমিরকে। ঘরোয়া ক্রিকেটে খেলছেন আমির। আর বুধবার একটি ম্যাচে খেলার সময় তাকে “চোর” বলা হলো।
কায়েদ-ই-আজম ট্রফির বাছাই পর্বে খেলছিল পিআইএ ও সুই সাউদার্ন গ্যাস। ওই ম্যাচের সময় ঘটনাটা ঘটে। ম্যাচ রেফারি ঘটনাটির জন্য আমির ও পাকিস্তান জাতীয় দল থেকে বাদ পড়া ফয়সাল ইকবালকে জরিমানা করেছেন। একটি সূত্র জানিয়েছে, “আমির ম্যাচের সময় ফয়সাল ও পিআইএর অন্য খেলোয়াড়দের বিরুদ্ধে স্লেজিং করছিল। এক পর্যায়ে পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। পরে তার কৃতকর্মের কথা তাকে মনে করিয়ে দেয়া হয় এবং তাকে ‘চোর’ বলে গালি দেয়া হয়।” এই সূত্রটি জানিয়েছে, আমির বারবার ফয়সালকে তারা মামা জাভেদ মিয়াঁদাদের জোরে না খেলার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছিল। বলছিলেন, নিজের জোরে খেলো। এক পর্যায়ে ক্ষেপে যান ফয়সাল। আমিরকে ‘চোর’ বলেন।
“আইসিসি ও পাকিস্তান এই বছর খেলার অনুমতি দেয়ার পর ঘরোয়া ক্রিকেটে এই প্রথম আমিরকে স্পট ফিক্সিংয়ের কথা মনে করিয়ে দেয়া হলো-” জানিয়েছে সূত্রটি।
২৩ বছরের আমির ২০১০ লর্ডস টেস্ট কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হন পাঁচ বছরের জন্য। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে তার সাথে নিষিদ্ধ হন মোহাম্মদ আসিফ ও সালমান বাট। স্পট ফিক্সিং করেছিলেন তারা। ২ সেপ্টেম্বর সবার নিষেধাজ্ঞা শেষ হয়েছে। তবে আমির একটু আগেভাগে খেলার সুযোগ পেয়েছেন। আর ২৩ বছরের আমির সুই সাউদার্ন গ্যাসকে ফার্স্ট ক্লাস আসরের মূল পর্বে নিয়ে গেছেন। চার ম্যাচে ৩৩ উইকেট নিয়েছেন তিনি। চারবার ইনিংসে পেয়েছেন ৫ উইকেট।
প্রকাশিত: ১৫/১০/২০১৫ ১:০৭ অপরাহ্ণ
সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
পাঠকের মতামত