প্রকাশিত: ১৫/১০/২০১৫ ১১:৪৯ পূর্বাহ্ণ , আপডেট: ১৫/১০/২০১৫ ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক।
চট্টগ্রাম আনোয়ারায় অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্ব জোন। বুধবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার এম দুরুল হুদা জানান, বঙ্গোপসাগরে আনোয়ারা উপকূলের কাছে গভীর রাতে মাছ ধরা নৌকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার ইয়াবার একটি চালান জব্দ করা হয়।
এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব ইয়াবার চালান পাশের দেশ মিয়ানমার থেকে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হচ্ছিল।
পাঠকের মতামত