অনলাইন ডেস্ক।
কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ০১ মিনিটে সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বাজারসংলগ্ন প্রস্তাবিত গার্লস হাই স্কুল মাঠে এসে পৌঁছান তিনি। এখানে তিনি দাসিয়ারছড়ার বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রমের উদ্বোধন, ইডকলের প্রোগ্রামের অধীনে সোলার হোম সিস্টেম বিতরণ এবং সুধী সমাবেশে যোগদান করবেন। এর আগে সকালে তিনি হেলিকপ্টারে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেন। প্রধানমন্ত্রীকে নিয়ে হেলিকপ্টারটি সকাল সাড়ে ১০টার কিছু সময় পর ফুলবাড়ী উপজেলায় নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে। পরে সেখান থেকে তিনি সড়ক পথে দাসিয়ারছড়ায় আসেন।
দাসিয়ারছড়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলবাড়ী হেলিপ্যাডে ফিরে আসবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারে কুড়িগ্রাম জেলা সদরে আসবেন। পরে দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ সময় তিনি ১৫টি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন এবং ১৬টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর জনসভা শেষে বিকেলে ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর কুড়িগ্রাম জেলা এবং দাসিয়ারছড়া (সাবেক ছিটমহল) সফর উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে। পুরো এলাকায় শত শত তোরণ, ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে। রাস্তার পাশের গাছগুলোতেও লেগেছে নতুন রং। এলাকায় এলাকায় চলছে মাইকিং, জনসংযোগ, বাজানো হচ্ছে জাগরণী গান। সবার মুখে প্রধানমন্ত্রীর আগমনের কথা। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভার জন্য ১৩০ ফুট দৈর্ঘ্য এবং ৩০ ফুট প্রস্থের বিশাল নৌকার মঞ্চ বানানো হয়েছে। জেলা আওয়ামী লীগ নৌকাটি তৈরি করে।
উৎসবের এ আমেজ সবচেয়ে বেশি লেগেছে দাসিয়ারছড়ায়। এখানকার মানুষের আগ্রহের কমতি নেই। নতুন রাস্তায় কিছু পরপরই তোরণ। রাস্তার দুই পাশ সাজানো হয়েছে রঙিন কাগজ দিয়ে। মানুষের মুখে মুখে চলছে প্রধানমন্ত্রীর আগমন বার্তা। আলোচনায় নানা স্বপ্ন ও সম্ভাবনার কথা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দাসিয়ারছড়া ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় দেড় হাজারের মতো তোরণ তৈরি করা হয়েছে বলে জানায় জেলা আওয়ামী লীগ।
পাঠকের মতামত