
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ডস’র জনপ্রিয় অভিনেত্রীর জন্য মনোনয়ন পেলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন টেলিভিশন জগতে পদার্পণের প্রথম বছরেই এ সাফল্য পেলেন তিনি। জনপ্রিয় টিভি সিরিজ ‘কানটিকো’ দিয়েই সম্প্রতি আন্তর্জাতিক টেলিভিশনে অভিষেক ঘটে তার। সিরিজটিতে আলেক্স প্যারিশ নামে একজন অানাড়ে এফবিঅাই’র স্টাফ হিসেবে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। খবর আইএএনএস’র
পিপলস চয়েস অ্যাওয়ার্ডসের মনোনয়ন পাওয়ায় স্বভাবতই বেশ উজ্জীবিত ও উত্তেজিত প্রিয়াঙ্কা চোপড়া। এক টুইটার বার্তায় নিজের খুশির কথা জানিয়েছেন তিনি। মার্কিন টিভি শিল্পে অভিষেকের এক বছরের মধ্যেই এই মনোনয়ন পাওয়ায় নিজেকে সম্মানিত বোধ করছেন বলে তিনি টুইটে লিখেন।
উল্লেখ্য, চলচ্চিত্র, সঙ্গীত ও টেলিভিশনে নিজেদের পছন্দের অভিনেতা-অভিনেত্রী বাছাইয়ের ক্ষেত্রে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ডস’ হচ্ছে ভক্তদের ভোটদানের সবচেয়ে বড় ও একমাত্র শো।
পাঠকের মতামত