
csb24.com::
ঝিনাইদহ সদর উপজেলার নারায়নপুর ত্রীমোহনী এলাকায় ভুল চিকিৎসায় চামেলি খাতুন (৩২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। অপারেশনের ১৬ দিন পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোগীর স্বজনদের অভিযোগ সিজারের সময় ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়ার পর রোগীর স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিক ভাঙচুর করে। পরে সড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি সমাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে প্রাইভেট হাসপাতালের মালিক সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি শাহিন রেজা সাঈদ। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ডাকবাংলা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা এসআই বদিউর রহমান জানান, সদর উপজেলার নারায়নপুর গ্রামের আলী আহম্মদের স্ত্রী চামেলী খাতুনকে গত ২৭ সেপ্টম্বর দশমাইল বাজারে মুন্সি শাহিন রেজা সাঈদের প্রাইভেট হাসপাতালে সিজার করা হয়। রাজশাহী এলাকার এক হেলথ কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন চামেলির অপারেশ করেন। চিকিৎসকের বাড়ি চুয়াডাঙ্গা জেলা শহরে। সিজার করার সময় ডাক্তার তার নাড়ি কেটে ফেলেন বলে স্বজনদের অভিযোগ। সিজার করার পর গুরুতর অসুস্থ অবস্থায় চামেলিকে প্রথমে ঝিনাইদহ ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মৃত্যু বরণ করেন। তিনি আরো জানান, মৃত্যুর খবর নারায়নপুর গ্রামে পৌছালে রোগীর স্বজনরা ইসলামী প্রাইভেট হাসপাতালে হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপের ফলে ক্লিনিকের জানালা দরজার গ্লাস ভেঙ্গে যায়। আতংকিত হয়ে হাসপাতালের রোগীরা চালে যান।
পাঠকের মতামত