প্রকাশিত: ১৪/১০/২০১৫ ৩:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পৃথক বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিআরসি) গঠন আগামী একমাসের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
পৃথক এ কমিশন গঠন করা হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিলুপ্ত করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মন্ত্রী জানান, সরকারি অনুদান ও আর্থিক সহায়তা পাওয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বিদ্যমান সমস্যার সমাধানে এ উদ্যোগ নেওয়া হবে।
পাঠকের মতামত