
রাঙ্গামাটি থেকে আরাকান আর্মির নেতা ডাঃ রেনিন সোকে আটক করেছে পুলিশ ও বিজিবির যৌথ বাহিনী। মঙ্গলবার মধ্যরাতে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর জামতলা আদর্শ নতুন পাড়া থেকে তাকে আটক করা হয়।
রাজস্থলী থানার ওসি ওহিদুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক রেনিন সোকে রাজস্থলী থানায় রাখা হয়েছে। সেখানে পুলিশী প্রক্রিয়া শেষে তাকে রাঙ্গামাটি আদলতে আনার সম্ভাবনা রয়েছে।
আরাকান আর্মি মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী সংগঠন। দ্য আরাকান আর্মি, যাদের সংক্ষিপ্ত কোড ‘এএ’।
বৌদ্ধ বিদ্রোহী এই সংগঠনটি চীনের উত্তর-পূর্ব ও মিয়ানমারের সর্ব উত্তরে বাংলাদেশ সীমান্তের কাছে কাচিন রাজ্যের স্বাধীনতার জন্য সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। এদের মূল অবস্থান কাচিন রাজ্যের আরাকানে।
২০০৯ সালের ১০ এপ্রিল সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। ২০১২ সালে এক ঘোষণায় আরাকান আর্মি দাবি করে আরাকানে তাদের ৪০০-৫০০ সদস্য রয়েছে।
পাঠকের মতামত