
csb24.com::
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ। বুধবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবীরা এ রিভিউ আবেদন দায়ের করেন। মুজাহিদের আইনজীবী শিশির মুহাম্মদ মনির জানিয়েছেন, মুজাহিদের পক্ষে দায়ের করা ৩৮ পৃষ্ঠার মূল রিভিউ আবেদনে রায় পুনর্বিবেচনার পক্ষে ৩২টি যুক্তি তুলে ধরা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাত করেন তার আইনজীবীরা। তারা মুজাহিদের সঙ্গে রিভিউ পিটিশন দায়েরের বিষয়ে আলোচনা করেন।
এ রিভিউ আবেদন দায়েরের মধ্যদিয়ে বাংলাদেশের রাজনীতির বহুল আলোচিত দুই চরিত্র সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের মামলা চূড়ান্ত ধাপে গড়ালো। এরআগে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের রায়ে তাদের মৃত্যুদ- হয়। এখন রিভিউতে মৃত্যুদ- বহাল থাকলে তারা প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ পাবেন। ক্ষমা প্রার্থনার আবেদন নিষ্পত্তির পরই তাদের রায় কার্যকর হবে। নভেম্বরে রিভিউ আবেদনের নিষ্পত্তি হতে পারে।
পাঠকের মতামত