
অনলাইন ডেস্ক।
নতুন বছর থেকে ডিজিটাল নম্বরপ্লেট এবং আরএফআইডি ট্যাগ ছাড়া সারাদেশে কোথাও যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সেইসঙ্গে, অতিরিক্ত ভাড়া রোধে মালিক-চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএর প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে সেতু মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বার্ষিক কর্মসম্পাদন অনুষ্ঠানে উপস্থিত সবার অবগতির জন্য বলেন, ‘বিআরটিএ’র মোবাইল কোর্টগুলো প্রতিনিয়ত কাজ করছে। মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।’
বিআরটিএ কর্মকর্তাদের উদ্দেশে সেতু মন্ত্রী বলেন, ‘বিআরটিএ যেসব যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান করেছে ওইসব যানবাহনকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নাম্বারপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে।
আগামী ১ জানুয়ারি থেকে ডিজিটাল এ নাম্বার প্লেট এবং আরএফআইডি ট্যাগ ছাড়া সারাদেশে কোথাও যানবাহন চলাচল করতে পারবে না। এ বিষয়ে দ্রুত একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে মন্ত্রী জানান।
পাঠকের মতামত