
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মরহুম রবিউল হোসেন চৌধুরীর আজ ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে উপজেলার ছোটদাপ গ্রামস্থ মরহুমের নিজ বাসভবনে এক মিলাদ মাহফিল ও কোরআন খানির আয়োজন করা হয়েছে। বীরমুক্তিযোদ্ধা মরহুম রবিউল হোসেন চৌধুরী দৈনিক ভোরের কাগজ সহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার আটোয়ারী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আটোয়ারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বয়সের ভারে চিকিৎসাধীন অবস্থায় ২০০৮ সালের এদিনে তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে রেখে নিজ বাড়ীতে মারা যান। রবিউল হোসেন চৌধুরীর মৃত্যুর পর থেকে তার পরিবার মানবেতর জীবন যাপন করে আসছে। পরিবার সুত্রে জানাগেছে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। তার নামে স্বাধীনতা সংগ্রামের প্রদত্ত সনদ পত্র আছে যাহার নম্বর- ৩১৮৩৩ (এফ,এফ, ইনর্ফমার)। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, তার নামে আজ পর্যন্ত কোন মুক্তিযোদ্ধা ভাতা হয়নি। রবিউল হোসেন চৌধুরীর স্ত্রী নুরমিনা আক্তার নিমু জানান, বর্তমানে তিনি এক কন্যা সন্তান নিয়ে অবর্ননীয় কষ্টে জীবন-যাপন করে আসছেন। মরহুম সাংবাদিক রবিউল হোসেন চৌধুরীকে বীরমুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে তার নামে মুক্তিযোদ্ধা ভাতা চালুর জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষন করেছেন অসহায় এই পরিবার।
পাঠকের মতামত