প্রকাশিত: ১৪/১০/২০১৫ ১:৪১ অপরাহ্ণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে দুধর্ষ সুলতান ডাকাত আটক হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ সুত্রে জানাগেছে, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার গোয়ালদিঘী পলী বিদ্যুত মোড় হতে তাকে আটক করা হয়। আটককৃত সুলতাল ডাকাত বোদা উপজেলার মাড়েয়া বেতবাড়ী গ্রামের মৃত মনসুর আলীর পুত্র। পুলিশ জানায়, সুলতান ডাকাত এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল এবং এসময় তার সাথে আরো দুইজন ডাকাত ছিল তাদের ধরতে সক্ষম হয়নি পুলিশ। সে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানায় এজাহার ভুক্ত একাধিক মামলার আসামী। বোদা থানায় তার নামে গ্রেফতারী পরোয়ানা থাকায় রাতেই তাকে বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত