প্রকাশিত: ১৩/১০/২০১৫ ৯:০৭ অপরাহ্ণ
রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসব কমিটির সাথে জেলা পরিষদের মত বিনিময়সভা

Rangamati Pic 13-10-15-01
জুঁই চাকমা,রাঙামাটি :: রাঙামাটি জেলার ৪০টি পুজা মন্ডপের শারদীয় দুর্গোৎসব ২০১৫ পরিচালনা কমিটির সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সোমবার বিকেলে পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এতে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, জেবুন্নেসা রহিম, ত্রিদীপ কান্তি দাশ।

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশের সকল সম্প্রদায়ের উৎসব শান্তিপূর্নভাবে উদযাপনে একে অপরের সহযোগিতা করতে হবে। উৎসব হলো সকল সম্প্রদায়ের মিলন মেলা। উৎসবে একে অপরের সাথে সাক্ষাৎ হয় কথা হয়। আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে যাতে পালন করতে পারে সে বিষয়ে তিনি জেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনী, পুজা উদযাপন কমিটি ও জেলা পরিষদ সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান।

পাঠকের মতামত