csb24.com
দুই বিদেশী হত্যাকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারাই এই খুনে জড়িত তারা কোন ছাড় পাবে না। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ‘চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেয় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যখনই এগিয়ে যেতে চায়, মানুষ যখনই মাথা উঁচু করে বাঁচতে চায়, তখনই দেশি-বিদেশি ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে। আন্তর্জাতিক সম্প্রদায় যখন আমাদের পুরষ্কৃত করেছে তখনই দুই বিদেশীকে হত্যা করা হলো। এসব হত্যাকা-ের সঙ্গে কারা জড়িত, তাদের খুঁজে বের করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। আমরা খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবই। ব্যবসায়ীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, এখন অনেক পণ্য বিদেশে রফতানি হচ্ছে। আরও কোন কোন পণ্য নতুনভাবে বিদেশে রফতানি করতে পারি গবেষণা করে তা বের করুন। এর মধ্য দিয়ে শিল্প উৎপাদন অধিক বৃদ্ধি করতে হবে। এতে শিল্প যেমন বাড়বে, তেমনি গ্রামের উৎপাদিত পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। তিনি বলেন, আমি ব্যবসা বুঝি না, ব্যবসা করিও না। একটাই বুঝি দেশের মানুষের আয়-উন্নতি। প্রবৃদ্ধি ৬ ভাগ হয়েছে আগামীতে ৭ ভাগ করবো আরও এগিয়ে যাবো। এ সময় দেশে আরও বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা তুলে দেন এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অনুষ্ঠানে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত অভিনন্দনপত্র পাঠ করেন অভিনেত্রী শমী কায়সার। আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ প্রমুখ। এছাড়াও এতে মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের সদস্য, ব্যবসায়ী নেতাসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: ১৩/১০/২০১৫ ৮:৫৪ অপরাহ্ণ , আপডেট: ১৩/১০/২০১৫ ৮:৫৫ অপরাহ্ণ
পাঠকের মতামত