প্রকাশিত: ১৩/১০/২০১৫ ৪:৪৫ অপরাহ্ণ
কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Kaptai Pic
কাপ্তাই প্রতিনিধি:
‘জ্ঞানই জীবন, জ্ঞানই শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউএনও দুলাল চন্দ্র সূত্রধর। সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস ছিদ্দিক, ওসি হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. টিপু সুলতান স্বপন, উপজেলা মার্কেটিং অফিসার মোস্তাক আহমেদ, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মো. কবির হোসেন প্রমুখ। সভার পূর্বে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন। বক্তরা দুর্যোগ শুরু এবং দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

পাঠকের মতামত