
প্রেস বিজ্ঞপ্তি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গি হয়ে জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগদান করায় নিজ জন্মভূমিতে সংবর্ধিত হয়েছেন সুপ্ত ভূষণ বড়–য়া। শনিবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে এ সংবর্ধনার আয়োজন করে জাপান ভিত্তিক মানবতাবাদী সংগঠন রিসসো কোসেই কাই।
সংগঠনটির রামু ব্রাঞ্চে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিসসো কোসেই কাই রামুর পরিচালক বিপক বড়–য়া বিটু। স্বাগত বক্তব্য রাখেন রিসসো কোসেই কাই রামু ব্রাঞ্চের সাধারণ সম্পাদক, দৈনিক কক্সবাজার বার্তার নির্বাহী সম্পাদক ও নিউজকক্সটোয়েন্টিফোর.কমের সম্পাদক দুলাল বড়ুয়া।
সাংবাদিক অর্পন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রিসসো কোসেই কাই কক্সবাজারের পরিচালক অশোক কুমার বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বৌদ্ধ সমিতির সভাপতি রবীন্দ্র বিজয় বড়–য়া, ছড়াকার ও সাংবাদিক দর্পণ বড়–য়া, সাধারণ সম্পাদক জেমসেন বড়–য়া, উপজেলা একটি বাড়ি ও একটি খামার প্রকল্পের সমন্বয়ক সুপানন্দ বড়–য়া, উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সহ সভাপতি রাজেন্দ্র বড়–য়া, রামু মৈত্রী বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুগত রঞ্জন বড়ুয়া, উপজেলা বুড্ডিষ্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল বড়–য়া, রামকুট তীর্থধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ সিকদার।
সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. কায়েশ উদ্দিন, উখিয়ার ঘোনা জেতবন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেমন্দ্র বড়–য়া, প্রবারণা ও জাহাস ভাসা উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুমথ বড়–য়া, হাজারীকুল বোধিরতœ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক পরবিন্দু বড়–য়া, বিমুক্তি বিদর্শন সাধনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়–য়া, আদিবাসি নেতা মংথেহ্লা রাখাইন, হাজারীকুল বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মিঠুন বড়–য়া, প্রবারণা ও জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদের লিমন বড়–য়া, জিৎময় বড়–য়া ও হিমেল বড়–য়া প্রমূখ।
পাঠকের মতামত