প্রকাশিত: ১১/১০/২০১৫ ৫:৪১ অপরাহ্ণ
রামুতে কক্সবাজার থিয়েটারের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে এম,পি কমল

mp pic ramu 10
নাট্য চর্চাসহ সর্বক্ষেত্রে রবীন্দ্র নাথের সরব পদচারণা রয়েছে

প্রেস বিজ্ঞপ্তি : শিল্প, সাহিত্য ও নাট্য চর্চাসহ সর্বক্ষেত্রে রবীন্দ্র নাথ ঠাকুরের সরব পদচারণা রয়েছে। ঘুনে ধরা সাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার বৃত্ত ভেঙে অসাম্প্রদায়িক সমাজ গঠনের যে চিত্র; তা রবীন্দ্র নাথের চিন্তা-চেতনার মধ্য দিয়ে ফুটে উঠে।

শনিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে রামু খিজারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কক্সবাজার থিয়েটারের ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম,পি এ কথা বলেন।

গ্র“প থিয়েটার চর্চার অন্যতম প্রধান নাট্য সংগঠন কক্সবাজার থিয়েটারের ৩০ বছর পূর্তি উদযাপনের ধারাবাহিকতায় রামুতে ‘‘যখন বৃত্তের বাইরে’’ নাটক মঞ্চায়িত হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নাটকের নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য্য। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এডভোকেট তাপস রক্ষিত, সুশান্ত পাল বাচ্চু, বিভাস সেন গুপ্ত, ইঞ্জিনিয়ার আবুল মঞ্জুর, বদরুল আলম লিটন, দেবাশীষ দাশ দেবু, তাপস বড়–য়া, গিয়াস উদ্দীন, ইসমত আরা ইসু, দোলন পাল, প্রবাল পাল, সাগর পাল, অমির দাশ, জনি রুদ্র ও সোহাগ রুদ্র।

কক্সবাজার থিয়েটারের তিন দশক পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী সারাদেশে নাটক মঞ্চায়নের অংশ হিসাবে রামুতে এ নাটক মঞ্চায়ন করা হয়।

পাঠকের মতামত

উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

নিহতের জিহ্বা কেটে পালিয়েছে সহযোগীরাউখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

  পলাশ বড়ুয়া:: কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু ...