প্রকাশিত: ১১/১০/২০১৫ ২:২৯ অপরাহ্ণ
এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে দ. আফ্রিকার ৫ উইকেটে ৩০৩

অনলাইন ডেস্ক।
এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৩০৪ রানের বড় লক্ষ্য বেঁধে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

রোববার কানপুরের গ্রিন পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৩ রানের বড় টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে ভারত। ব্যাট করছেন রোহিত শর্মা এবং শেখর ধাওয়ান।

এর আগে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি করতে ইনিংসের শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। তবে উমেশ যাদবের বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।

৭৩ বলে ৬টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ১০৪ রান করে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন ফাফ ডু প্লেসিস। এ ছাড়া ১৯ বলে ৪ চার ও এক ছক্কায় ৩৫ রান করে অরাজিত থাকেন ফারহান বেহারদিয়েন।

এই প্রথমবারের মতো কানপুরের গ্রিনপার্কে কোনো দল তিনশর ওপর রান তুলে চ্যালেঞ্জে ফেলল ভারতকে। দেখা যাক এই চ্যালেঞ্জের জবাবটা বিরাট কোহলি-রোহিত শর্মারা কীভাবে দেন। সূত্র: এএফপি।

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...