প্রকাশিত: ১১/১০/২০১৫ ১:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিশুদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। এক্ষেত্রে শিশুদের ওপর পড়াশোনা চাপিয়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি বলেছেন, আজকাল শিশুদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে দিয়ে বলা হচ্ছে পড় পড় পড়। বিশেষ ঢাকা শহরে বসবাসকারী শিশুদের খেলাধুলার জায়গাও কম থাকায় খেলাধুলা সুযোগও পাচ্ছে না তা এটা খুবই দুঃখজনক। পড়াশুনার ব্যাপারে অতিমাত্রায় চাপ দেয়া হচ্ছে- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে যেটা হচ্ছে-শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সারাক্ষণ শুধু পড়া পড়া আর পড়া-এটা বাদ দিতে হবে।
তিনি বলেন, ’যে এলাকার যে শিশু সে এলাকার স্কুলগুলোকে তাকে ভর্তি করিয়ে নিতে হবে। ’ ভর্তি পরীক্ষা ছাড়াই তাদের প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেখাশোনা করার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার। অটিস্টিক শিশুদের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে। প্রতিবন্ধী শিশুদের প্রতি আরো সহানুভূতিশীল হতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন দেখা যায় শিশুরা ফ্লাটের মধ্যে বড় হচ্ছে। তাদের খেলার জায়গা নেই। চেষ্টা করেও মাঠ দখল ঠেকানো যাচ্ছে না।’

এসময় তিনি বাচ্চাদের জন্য খেলার জায়গা রেখে ফ্ল্যাট বানানোর আহ্বান জানান। সেইসাথে জলাধার রাখারও পরামর্শ দেন তিনি।

সেইসাথে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস শিশুদের জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত