প্রকাশিত: ১০/১০/২০১৫ ২:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক।
পর্নোগ্রাফি নিয়ে মানুষের কৌতুহল কিংবা আগ্রহের যেন আর শেষ নেই। এবার মানুষকে পর্নো বিষয়ে শিক্ষিত করার জন্য ইতালিতে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম পর্নোগ্রাফি বিষয়ক বিশ্ববিদ্যালয়।

‘ইতালিয়ান স্ট্যালিয়ন’ (Italian Stallion) নামের এ বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ইতালির পর্নো অভিনেতা রোকো সিফরেডি।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষক হিসেবে থাকছেন বিশ্বের নামকরা পর্নো স্টাররা। মোট ২ সপ্তাহের কোর্স পড়ানো হবে। এই কোর্সে ভালো ফল করলে পর্নো মুভিতে অভিনয়ের সুযোগ পাওয়া যাবে। হাজারখানেক আবেদনকারীর মধ্য থেকে প্রথম ব্যাচে পড়ার জন্য নির্বাচিত হয়েছেন ২১ জন। তার মধ্যে ১৪ জন নারী। কোর্সে শেখানো হবে পর্নো মুভিতে অভিনয়ের নানা খুঁটিনাটি বিষয়। সুত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...