
সি.এস.বি২৪ ।
গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সারাবিশ্বে। সেটাই বাস্তবে রুপ নিতে যাচ্ছে। অবশেষে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছেন সেরেনা উইলিয়ামস। অথবা বলা যায় অব্রে ড্রেক গ্রাহামের সুরে জীবনের সুর মেলাতে রাজি হয়েছেন তিনি।
কানাডিয়ান র্যাপার ড্রেক ও মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস; দুজনেরই ঘনিষ্ঠ একজন ‘ওকে’ ম্যাগাজিনকে জানিয়েছেন, ‘ড্রেকের বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলেছেন টেনিসের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।’
ইউএস ওপেনের ফাইনালে উঠতে না পারার পরপরই ড্রেক সেরেনাকে নিয়ে আসেন নিজের শহরে, কানাডার টরেন্টোতে। সেখানেই নাকি বিয়ের প্রস্তাব দিয়েছেন সেরেনাকে এবং সেরেনাও হ্যাঁ বলেছেন।
অামেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা এখন বিশ্রামে রয়েছেন। নতুন মৌসুমে নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার লক্ষ্যেই এই সময়টাতে কোন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না বিশ্ব টেনিস র্যাংকিংয়ের নাম্বার ওয়ান তারকা।
সূত্র : হলিউডলাইফ.কম
পাঠকের মতামত