
বার্তা পরিবেশক ॥
পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম সিএসবি২৪.কম অফিস পরিদর্শনে এনজিও হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম।
৮ অক্টোবর, সিএসবি২৪.কম অফিস পরিদর্শন কালে তিনি বিশ্বায়নের এ যুগে অনলাইন সংবাদ মাধ্যম দ্রুত সংবাদ পরিবেশন করার সুবাদে সামাজিক অনাচার, মানবপাচার, বাল্য বিবাহ, মাদক পাচার সহ নানা অপরাধ কর্মকান্ড প্রতিরোধে বাংলাদেশে প্রবাহমান সকল সংবাদ উপস্থাপন করে বর্হিবিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে প্রতিনিয়ত অনলাইন সংবাদ মাধ্যম। এক্ষেত্রে দেশের সীমান্ত উপজেলা উখিয়া থেকে প্রতিনিধিত্বকারী সংবাদ মাধ্যম হিসেবে সিএসবি২৪.কম এক ঐতিহাসিক অবদান রেখে চলেছে।
www.csb24.com এর সকল কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সম্পাদক এবং সংশ্লিষ্ট সকলের সাহসিকতার ভুঁয়সী প্রশংসা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এ সময় সিএসবি২৪ সম্পাদক পলাশ বড়ুয়া সৃজনশীল কর্মকান্ড এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পাঠকের মতামত