
গাজীপুর :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)’র ২০১৪ সালের এইচএসসি পরীক্ষা শুক্রবার থেকে একযোগে শুরু হচ্ছে। প্রতি শুক্রবার ও শনিবার দিনগুলিতে সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ৫ ডিসেম্বর এবছরের পরীক্ষা শেষ হবে। বাউবি তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিখদার জানান, এইচএসসি পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ১ লাখ ৭২ হাজার ৮ শত ০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ১ম বর্ষে ৯১ হাজার তিনশত ২৮ জন এবং ২য় বর্ষে ৮১ হাজার ৪ শত ৭৭ জন অংশ নিচ্ছে। সারাদেশে ৩৮২ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা পরীক্ষা স্থগিত
আগামী ১১ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (ডিপ্লোমা) পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হ’ল। পরীক্ষার সংশোধিত সময়সূচী পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাঠকের মতামত