অনলাইন ডেস্ক।
একাডেমিক কাউন্সিলের অনুরোধের পর বৃহস্পতিবার ‘জরুরি’ বৈঠক করে ভর্তি পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আলী নূর বলেন, ‘সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকালের পরীক্ষা আমরা নেব। গতকালের যে সিদ্ধান্ত ছিল, তা থেকে আমরা সরে এসেছি।
সূচি অনুযায়ী শুক্রবার ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা। এই ইউনিটের ৭২০টি আসনে ভর্তি হওয়ার আশায় পরীক্ষায় অংশ নেবেন ৪০ হাজার ৬৩৪ জন পরীক্ষার্থী।
বি’ ইউনিটের পরীক্ষার পর আগামী ১৬ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ অক্টোবর ‘এ’ ইউনিট, ৬ নভেম্বর ‘ডি’ ইউনিট এবং ১৩ নভেম্বর ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার সূচি রয়েছে।
পরের পরীক্ষাগুলোর ক্ষেত্রে কী হবে জানতে চাইলে সমিতির সভাপতি অধ্যাপক আলী নূর বলেন, সে সিদ্ধান্ত এখনও হয়নি।
উল্লেখ্য, অষ্টম বেতন কাঠামো নিয়ে আপত্তি জানিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের কারণে এবার স্নাতক ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।এরই মধ্যে গত বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ভর্তি পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত জানায়।
প্রকাশিত: ০৮/১০/২০১৫ ১:৫৩ অপরাহ্ণ
পাঠকের মতামত