প্রকাশিত: ০৮/১০/২০১৫ ৯:৫৭ পূর্বাহ্ণ
ঈদগাঁওতে চেক প্রতারণা মামলায় আটক-২

Arrest..

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
ঈদগাঁওতে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীসহ ২ জন আটক হয়েছে। ৭ অক্টোবর ও এর আগের দিন পৃথক স্থান থেকে তাদের আটক করে স্থানীয় পুলিশ। জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ ৭ অক্টোবর দুপুরে চকরিয়ার হারবাং থেকে চেক প্রতারণা মামলার আসামী সিরাজুল ইসলামকে আটক করে। সে সদরের পোকখালী ইউনিয়নের ইছাখালীর কোনার পাড়ার নজির আহমদের পুত্র এবং ঈদগাঁও বাজারস্থ মেসার্স হান্না ট্রাভেল এজেন্সীর সত্ত্বাধিকারী। কক্সবাজারস্থ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এন.আই এ্যাক্ট ১৩৮ ধারায় তাকে ৫ লাখ টাকা জরিমানাসহ ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উক্ত আদালতে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং এসটি ৫৬/১৪ এবং সিআর ৪০/০৩। তদন্ত কেন্দ্র এএসআই আমিরুল ইসলাম তাকে চকরিয়ার হারবাং এলাকা থেকে গ্রেফতার করেন বলে জানান। ইতোপূর্বে এ ব্যবসায়ী টাকা আত্মসাতের মামলায় আটক হয়ে জেল খাটে। এদিকে অপর এক অভিযানে তদন্ত কেন্দ্র পুলিশ বাসস্টেশন থেকে হার্ডওয়্যার ব্যবসায়ী নুরুল ইসলামকে আটক করে। সে স্থানীয় জাগির পাড়ার সেকান্দারের পুত্র। পুলিশ জানায়, চেক প্রতারণার দুটি মামলায় তার বিরুদ্ধে ১৮ মাসের সাজা রয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের সি.আর ৬/১২ এবং সি.আর ৩৮/১২ এ দুটি মামলায় বিজ্ঞ আদালত তাকে উক্ত সাজা দেন। টু-আইসি মো. জাহাঙ্গীর আলম গ্রেফতারের পর পর তাকে চালান দেয়া হয়েছে বলে জানান। অপর একটি সূত্রমতে জমি ক্রয় সংক্রান্ত অগ্রিম টাকা বাবদ খালি চেক দিয়ে তিনি উল্টো প্রতারণার শিকার হয়েছেন।

পাঠকের মতামত

উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

নিহতের জিহ্বা কেটে পালিয়েছে সহযোগীরাউখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

  পলাশ বড়ুয়া:: কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু ...