সাদ্দাম হোসাইন,হ্নীলা।
টেকনাফে বিজিবি জওয়ানেরা নাফনদীতে বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ৪কোটি টাকা মূল্যের দেড় লাখ ইয়াবাবড়ি, কাঠের নৌকাসহ মিয়ানমারের এক যুবককে আটক করেছে। সুত্র জানায়-৬ অক্টোবর ভোররাতে টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের সদর বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার শামসুল আলম মিয়ানমার হতে ইয়াবার বড় চালান আসার সংবাদ পেয়ে পৌর এলাকাস্থ জালিয়াপাড়ার পূর্ব পার্শ্বে ১নং স্লুইচ গেইট এলাকায় বিশেষ টহল দল নিয়ে টহলে যায়। এ সময় একটি কাঠের নৌকায় কয়েকজন লোক মিয়ানমার হতে নাফনদী অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। নৌকায় থাকা লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা ধাওয়া করে আকিয়াব জেলার মংডুর ডেইলপাড়ার আমির আহমদের পুত্র রাহমত উল্লাহ (২১) কে আটক করে। ঘটনাস্থল হতে কাঠের নৌকা ও ইয়াবার একটি বড় চালান উদ্ধার করে। তা পরবর্তীতে ব্যাটেলিয়ন সদরে গণনা করে সাড়ে ৪কোটি টাকা মূল্যের ১লাখ ৫০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। আটক মিয়ানমারের যুবককে সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
প্রকাশিত: ০৭/১০/২০১৫ ২:৫১ অপরাহ্ণ
পাঠকের মতামত