প্রকাশিত: ০৭/১০/২০১৫ ৮:১৬ পূর্বাহ্ণ
ইসলামাবাদে সাজাপ্রাপ্ত টিটু বেপরোয়া, উদ্বেগ-উৎকণ্ঠায় রাত কাটাচ্ছে এলাকাবাসী

titu

ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজার সদরের ইসলামাবাদের অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী টিটু বেপরোয়া হয়ে উঠেছে বলে জানা গেছে। সম্প্রতি সে এলাকা এসে অত্যন্ত গোপনীয়ভাবে নানা অপরাধ করে যাচ্ছে। ২০০৬ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা জারী হলে সে এলাকা ত্যাগ করে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ক্রস ফায়ারের নির্দেশনা থাকায় আত্মগোপনে চলে যায়। আবারো এলাকায় এসে গরু চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ হরেক রকম অপরাধ করে যাচ্ছে বলে এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছে। আত্মগোপনে থাকাবস্থায় রামুর জোয়ারিয়ানালার মুরা পাড়া মুইশ কোম এলাকার মৃত হাজী কালা মিয়ার পুত্র হাজী মোহাম্মদ আলীর ২টি গরু চুরি করে পাচার করার সময় পটিয়া থানা পুলিশ আটক করে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। ঐ সময় সে তার বাহিনী ও সম্পৃক্তদের নাম-ঠিকানা ও জানিয়ে দেয়। তথ্য অনুসন্ধানে জানা যায়, উক্ত টিটু এলাকায় ত্রাস হিসাবে পরিচিতি লাভ করলে এলাকাবাসী তোপের মুখে পড়ে তার অপরাধ কর্মকান্ড বন্ধ রাখবে জানিয়ে এলাকায় ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। এমনকি তার নাম মোহাম্মদ টিটু, পিতা- মৌলভী ফসিউর রহমান, সাং- সিকদার পাড়া, পাহাশিয়া খালী, ইসলামাবাদ হলেও আসল নাম-ঠিকানা গোপন রেখে বাঁশখালী ঘোনা পাড়ার জলদি মিয়া বাজারের বাসিন্দা সাজিয়ে মৃত জহির উদ্দীনের পুত্র জয়নাল আবেদীন নাম দিয়ে জাতীয় পরিচয় পত্র ও তৈরী করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত টিটু আত্মগোপনে থেকে বিভিন্ন জনের গোয়াল ঘর থেকে গরু, মহিষ চুরি করে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে দেয়। সূত্রে জানা যায়, সংঘবদ্ধ গরু চোর দলের পেশাদার আন্তঃ জেলা দলের সদস্য হয়ে উক্ত টিটু পুরো কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়। যার কারনে নিরীহ কৃষক সমাজের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। স্থানীয় গৃহস্থরা একমাত্র সম্বল হালের বলদ হারিয়ে বিভিন্ন সময়ে চাষাবাদ করতে কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। ক্ষতিগ্রস্থরা জাতীয় কৃষি অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এলাকাবাসীরা তার অব্যাহত অপরাধের কারনে নির্ঘুম ও উদ্বেগ-উৎকণ্ঠায় রাত কাটাচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ২০০৬ সালে দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনে মামলা নং জিআর ১২৮/২০০৬ যা বর্তমানে স্পেশাল ট্রাইব্যুনালে মামলা নং ১১৩/০৬ রামু থানার মামলা নং ২১৪/১১ বিচারাধীন ও ১৭ বছরের সাজাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান উক্ত টিটু বাসায় অবস্থান করছে জেনে খবর পেয়ে কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করা হয়েছে বলে জানান।

পাঠকের মতামত

উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

নিহতের জিহ্বা কেটে পালিয়েছে সহযোগীরাউখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

  পলাশ বড়ুয়া:: কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু ...