প্রকাশিত: ০৬/১০/২০১৫ ১:৫৮ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক।
আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। অনেক অসম্ভবকে সম্ভব করায় বিশ্ববাসীর কাছে দেশ আজ প্রশংসনীয়।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে একনেক বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশ্বে বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় আড়াই হাজার কোটি টাকার মোট চারটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
পাঠকের মতামত