প্রকাশিত: ০৫/১০/২০১৫ ৫:১২ অপরাহ্ণ

মোঃ আবছার কবির আকাশ,কক্সবাজার::::
সীমান্ত উপজেলা টেকনাফের
হ্নীলায় অভিযান চালিয়ে ৬ কেজি
গাজা সহ ২ জনকে আটক করেছেন
টেকনাফ মডেল থানার পুলিশ ৷
জানাযায় সোমবার রাত ২ টা ৪৫
মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে
টেকনাফ মডেল থানার উপ পরিদর্শক
সেফায়েত সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে গাজা সহ তাদের
আটক করেন ৷ আটক ব্যাক্তিরা হলেন
হ্নিলা ইউনিয়নের ফুলের ডেইল
এলাকার মৃত আলাডাতের ছেলে
মোঃ ফিরোজ (৬০) ও মৃত আব্দুল গফুরের
ছেলে সামছুল আলম বাবুল (৩৫) ৷
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা আতাউর রহমান খন্দকার
অভিযানের সত্যতা স্বীকার করে
বলেন তাদের সংশ্লিষ্ট আইনে মামলা
দায়ের করে আদালতে প্রেরন করা হবে
পাঠকের মতামত