
কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটি জেলা সড়ক পরিবহন (ট্রাক) শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরি কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান গতকাল রোববার কাপ্তাই জেটিঘাটস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা শ্রমিক নেতা হাজী ওবায়েদ উল্লাহ। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. মুছা। বিশেষ অতিথি ছিলেন, ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক অলিউর রহমান, কার্যকরি সভাপতি আবুল বাহার। বক্তব্য রাখেন, পরিবহন সড়ক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, জাহাঙ্গীর আলম, যুগ্মসাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, রাঙামাটি জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি রুহুল আমিন, রাঙাামাটি জেলা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক বিমল কান্তি বড়–য়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. আব্দুর রহিম। প্রসঙ্গ, গত ১৮ সেপ্টেম্বর রাঙামাটি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত