প্রকাশিত: ০৪/১০/২০১৫ ২:১২ অপরাহ্ণ
'আদালত অবমাননার একটা আইন থাকা উচিত'

anisul hague_109914
অনলাইন ডেস্ক:
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, শিগগিরই আদালত অবমাননার আইন করা হবে। তিনি বলেন, আদালত অবমাননার একটা আইন থাকা উচিত। আইনমন্ত্রী হিসেবে বলতে চাই, সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই আদালত অবমাননার আইন সংসদে পাস করার ব্যবস্থা করবো।

আজ রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলয়নায়তনে মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরাম কর্মশালায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে আদালত অবমাননা আইন, ২০১৩ পাস হয়। ১৯২৬ সালের আদালত অবমাননার আইন রহিত করে ২৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়। আইনের ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩(২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ মার্চ দুই আইনজীবী রিট আবেদনটি করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট একই বছরের ২৬ সেপ্টেম্বর আদালত অবমাননা আইন, ২০১৩ অবৈধ বলে ঘোষণা করেন।

মন্ত্রী বলেন, আইন সাংবাদিকতা একটি কঠিন কাজ। কারণ অন্য ক্ষেত্রে ভুল করলে পরের দিন সংশোধনী ছাপানো যায়। কিন্তু আদালতের ক্ষেত্রে তা সম্ভব নয়। ভুল সংবাদ দিলে পরের দিন আদালত অবমাননার মুখে পড়তে হয়। এজন্য সচেতনভাবে এ বিটে কাজ করতে হয়।

ফোরামের সভাপতি এম বদি-উজ-জামানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী আহসানুল করীম, সাংবাদিক ফারুক কাজী,কাজী আব্দুল হান্নান, শহীদুজ্জামান, সালেহ উদ্দিন, আশরাফ উল আলম ও জাহিদ হোসন।

পাঠকের মতামত

  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু
  • অবৈধ তেল প্যাকেজিং এর সময় ১০ হাজার লিটার তেলের বোতল জব্দ