csb24.com::
ভারতে বিজ্ঞাপন নিয়ে বিপাকে পড়েছে এয়ারটেল। বিজ্ঞাপনের দাবি মতো তাদের ৪ জি সর্বকালের দ্রুততম ইন্টারনেট পরিষেবা প্রমাণ করে দেখাতে বলল দেশের বিজ্ঞাপন নিয়ামক সংস্থা। ৭ অক্টোবরের মধ্যে প্রমাণ করতে না-পারলে বিজ্ঞাপন প্রত্যাহারের নির্দেশ অ্যাডভারটাইসমেন্ট কন্ট্রোল অথোরিটি অফ ইন্ডিয়ার।
সম্প্রতি বেশ কিছু বিজ্ঞাপন নিয়ে ভুরিভুরি নালিশ জমা পড়ছিল সংস্থার কাছে। সেই নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম এয়ারটেলের বিজ্ঞাপন। সম্প্রতি ভারতে ৪জি লঞ্চ করে এয়ারটেল। তার কয়েকদিন আগে থেকেই ‘সর্বকালের দ্রুততম ইন্টারনেট নেটওয়ার্ক’ বলে দাবি করতে থাকে তারা। সেই দাবিকে চ্যালেঞ্জ করে এসিএআই-এর কাছে আবেদন জানান এক ব্যক্তি। তার দাবি, এয়ারটেল বিজ্ঞাপনে যে দাবি করছে তা গ্রাহককে বিভ্রান্ত করছে যা এসিএআইI-এর বিধি বিরোধী।
এসিএআই-এর বিধি অনুযায়ী গ্রাহককে বিভ্রান্ত করতে পারে এমন বিজ্ঞাপন সম্প্রচার বা মুদ্রণ করা যাবে না। ওই ব্যক্তির আবেদনের ভিত্তিতে এয়ারটেলকে চিঠি পাঠিয়েছে এসিএআই। তাদের নির্দেশ, নিজেদের দাবির সপক্ষে প্রমাণ দিতে হবে এয়ারটেলকে। না-পারলে ৭ অক্টোবরের পর আর সম্প্রচার বা মুদ্রণ করা যাবে না ওই বিজ্ঞাপন।
এয়ারটেলের পক্ষে জানানো হয়েছে, তাদের দ্রুততম ইন্টারনেটের দাবি অসত্য নয়। নির্দিষ্ট স্থানে পরীক্ষার জন্য তৈরি বিশেষ ক্ষেত্রে তাদের ইন্টারনেট দ্রুততম। সমস্যা মেটাতে এসিএআই-এর সঙ্গে কথা বলছেন এয়ারটেলের আধিকারিকরা।
পাঠকের মতামত