csb24.com::
এক সপ্তাহের কম ব্যবধানে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত। তবে দেশে আই-এসের মতো কোন সংগঠন তৎপর নয়। জাতিসংঘে সাধারণ পরিষদে ভাষণ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের পর দেশে ফিরে সফরের বৃত্তান্ত নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন। এই হত্যাকাণ্ডকে আওয়ামী লীগ সরকারের অর্জনকে ছোট করে দেখানোর ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি। এতে বিএনপি জামাতের মদদ আছে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দুজন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে একই স্টাইলে। একটি গুলিও মিস হয়নি। অর্থাৎ হত্যাকাণ্ডগুলো ছিল সুপরিকল্পিত। বিএনপির এক নেতার কিছু বক্তব্য ও এরপর তার যে প্রতিক্রিয়া, তা মিলিয়ে নিলেই এ রহস্যের উত্তর পাওয়া যাবে। দেশকে অস্থিতিশীল করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতাবিরোধী মানবতাবিরোধী অপরাধীদের বিচার করা হচ্ছে। কারো ফাঁসির রায় কার্যকরের সময় যখন ঘনিয়ে আসছে, তখনই এসব হচ্ছে।
যুদ্ধাপরাধীদের বিচার চলছে, এর কিছু পাল্টা প্রতিক্রিয়া তো হবেই। প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, একটা পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তারা এটা অব্যাহত রাখবে। এটা ওটা ঘটাতেই থাকবে। আমরা মানবতাবিরোধীদের বিচার করতেই থাকবো আর তারা চুপচাপ বসে থাকবে, তা তো হতে পারে না। শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রে একটি কলেজে গুলিতে ১০ জনের হত্যাকাণ্ড আর অস্ট্রেলিয়ায় পুলিশের কার্যালয়ের বাইরেই গুলিতে দুজনের মৃত্যু মৃত্যুর বিষয়টিতে তারা রেড এলার্ট জারি করেনি। বাংলাদেশে এরকম ঘটনায় এত উদ্বেগ কেন সেনিয়ে প্রশ্ন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন সৌদি কূটনীতিক হত্যাকাণ্ডের ঘটনায় বিচার হয়েছে। এই হত্যাকাণ্ডেরও বিচার হবে।
পাঠকের মতামত