প্রকাশিত: ০৩/১০/২০১৫ ১০:৪৫ অপরাহ্ণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে পরিত্যাক্ত অবস্থায় রিভলবার উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। থানা সূত্রে জানাগেছে, শনিবার রাত ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এর নেতৃত্বে ওসি (তদন্ত) মো. মোজাফ্ফর হোসন সঙ্গীয় ফোর্স নিয়ে আটোয়ারী টেকনিক্যাল কলেজের পিছনে তিন রাস্তার মোড় থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি .৩২ বোর মেডিন ইন ইউএসএ রিভলবার উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম রিভলবার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানাগেছে।
পাঠকের মতামত