সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফে বিজিবি জওয়ানেরা পরিত্যক্ত অবস্থায় ৬০লক্ষ টাকা মূল্যমানের ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে দাবী করেছেন।
সুত্র জানায়-২ অক্টোবর ভোররাত ২টারদিকে টেকনাফস্থ খানকার ডেইল পাঁকা রাস্তার পাশে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা লেন-দেনের সংবাদ পেয়ে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-পরিচালক মোঃ আজহারুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ঊক্ত স্থানে অবস্থান নেয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা রাতের অন্ধকারে দৌঁড়ে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী করে একটি ইয়াবার পুটলা উদ্ধার করে। যা পরবর্তীতে ব্যাটালিয়ন সদরে গণনা করে ৬০লক্ষ টাকা মূল্যমানের ২০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা বড়ি পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটেলিয়ন সদরে জমা রাখা হয়েছে।
পাঠকের মতামত