
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় হতাশ অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। এতে উপমহাদেশে নিজেদের প্রমাণ করার সুযোগ নষ্ট হয়েছে বলে মনে করেন তিনি। এছাড়া অধিনায়ক হিসেবে প্রথম পূর্ণ টেস্ট সিরিজ নেতৃত্ব দেয়ার সুযোগ নষ্ট হওয়ায় হতাশ তিনি। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত সোমবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু নিরপত্তার অজুহাতে বৃহস্পতিবার সে সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এ বিষয়ে নিজের হতাশা প্রকাশ করে স্মিথ বলেন, ‘এই সিরিজে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ ছিল। আমরা তরুণ খেলোয়াড়দের নিয়ে উপমহাদেশে ভাল করতে চাইছিলাম। কারণ, উপমহাদেশে আমাদের রেকর্ড মোটেও ভাল নয়।’ বাংলাদেশ সফর স্থগিত হওয়া নিউজিল্যান্ড ক্রিকেট দলকে আতিথ্য দেয়ার অপেক্ষায় তারা। এতে পূর্ণ কোনো টেস্ট সিরিজ নেতৃত্ব দেয়ার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে স্টিভেন স্মিথকে। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ হারের পর অবসর নেন তখনকার অধিনায়ক মাইকেল ক্লার্ক। নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব দেয়া হয় স্মিথকে। বাংলাদেশর বিপক্ষে ফুট টাইম অধিনায়ক হিসেবে প্রথম দলকে নেতৃত্ব দেয়ার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু সেটা না করতে পেরে তিনি বলেন, ‘ফুল টাইম অধিনায়ক হিসেবে বাংলাদেশে দলকে নেতৃত্ব দেয়ার অপেক্ষায় ছিলাম আমি। দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় ছিল। সবাই নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে ছিল। কিন্তু সিরিজটি স্থগিত হলো। আমি এতে ভীষণ হতাশ।’ বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা ম্যাটাডোর কাপে রাজ্য দলের খেলার জন্য ফিরেছেন। সোমবার থেকে শুুর হবে এই টুর্নামেন্টে। নিউ সাউথ ওলেসের হয়ে খেলেন স্মিথ। টুর্নামেন্টে তার দলটিকেই সবচেয়ে শক্তিশালী মনে করা হচ্ছে। জাতীয় দলে খেলা ১৩ খেলোয়াড় এ দলে রয়েছেন।
পাঠকের মতামত