প্রকাশিত: ০১/১০/২০১৫ ১০:২০ অপরাহ্ণ

খালেদ হোসেন টাপু,রামু
কক্সবাজারের রামু উপজেলার গভীর জঙ্গল থেকে তিন ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় রামুর ইটগড় ইউনিয়নের ব্যাঙডেবা মুখ এলাকার পাহাড় থেকে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও একটি কিরিচ উদ্ধার করা হয়।
আটক ডাকাতরা হলেন, রামুর ইটগড় ইউনিয়নের কালা মিয়ার ছেলে নুরুল আজিম (৩২), আমির সুলতানের ছেলে নুরুল ইসলাম (৩৫) ও আবদুল জলিলের ছেলে মো. শহিদুল্লাহ (২৮)।
রামু থানার থানার ওসি আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে ওই তিনজনকে আটক করা হয়।
পাঠকের মতামত