
নিজস্ব প্রতিবেদক :
টাইমস্কেলের টাকা সমন্বয় করার চিন্তা ইতিমধ্যে ছাড় করা টাইমস্কেলের টাকা পরবর্তী মাসের বেতন থেকে কেটে রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। জুলাই মাস থেকে কার্যকর হওয়া নতুন বেতন কাঠামোতে টাইম স্কেল বাদ পড়েছে। তবে, বিগত মাসের এমপিওতে কয়েক হাজার শিক্ষককে টাইমস্কেল সুবিধা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আর এ কারণেই অতিরিক্ত দেওয়া টাকা সমন্বয় করার চিন্তা-ভাবনা করছেন শিক্ষা অধিদপ্তরের এমপিও কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, টাইমস্কেল বাদ দেওয়ার গেজেট তারা এখনও হাতে পাননি। তবে, বাদ দেওয়ার খবর পত্রপত্রিকায় দেখেছেন, শিক্ষকরা টাইমস্কেল পুনর্বহালের দাবীতে আন্দোলনেও নেমে পড়েছেন। ‘বাস্তবতা হলো আন্দোলন করে দাবী বাস্তবায়নের সম্ভাবনা খুবই ক্ষীণ। আর সেক্ষেত্রে যেদিন টাইমস্কেল বাদ দেওয়ার গেজেট আমরা হাতে পাবো সেদিন থেকেই দিয়ে দেওয়া টাইমস্কেলের টাকা পরবর্তী মাসের বেতন থেকে কেটে নিয়ে সমন্বয় করার কাজ শুরু হবে। ’
তিনি বলেন, সরকারি কোষাগারের টাকা তো আর কম-বেশি দেওয়া যায়না। পদ্ধতিগত কারণে বেশি দেওয়া হলে তা পরবর্তীতে সমন্বয় করার রেওয়াজ ও বিধান রয়েছে।
অপর এক কর্মকর্তা জানান, সেপ্টেম্বর মাসের এমপিও সঙ্গে কিছু টাইম স্কেল দেওয়া হচ্ছে। এটাকাও পরবর্তীতে সমন্বয় করা হবে। ::দৈনিকশিক্ষা.কম
পাঠকের মতামত