
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার শহরের খুরুস্কুলে দাবিকৃত চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৩ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের মধ্যে মনজুরা বেগম নামে একজন আশংকাজনক বলে জানা গেছে। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল তৈতৈয়া ইউসুফখীল এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, কক্সবাজার শহরের খুরুস্কুল ইউনিয়নের তৈতৈয়া ইউসুফখিল এলাকার আবদুল হাসেমের ছেলে রবি উল্লাহ জায়গা জমির অহেতুক বিরোধের জের ধরে স্থানীয় হাজী পেঠন আলীর ছেলে নুরুল হকের কাছে চাঁদা দাবি করে। এতে নুরুল হক চাঁদা দিতে অস্বীকার করায় বুধবার দুপুরে রবি উল্লাহ ও তার ভাই খাইরুল্লাহসহ ১০-১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে নুরুল হক ও তার স্ত্রী মনজুরা বেগমকে দা, কিরিচ ও অস্ত্র সস্ত্র নিয়ে উপর্যুপরী হামলা চালায়।
আহত নুরুল হক জানান, রবি উল্লাহ ও তার ভাই খাইরুল্লাহসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের আহত করে জমি দখলের চেষ্টা করে। পরে আত্বীয়-স্বজন ও স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। তিনি কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে প্রকাশ, খুরুস্কুল এলাকার রবি উল্লাহর বিরোদ্ধে অন্তত ১০ টি মামলা রয়েছে। সম্প্রতি সে কারাগার থেকে বের হয়ে এলাকায় আবার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার বাহিনীর মধ্যে রয়েছে তার আপন ভাই খাইরুল্লাহ (২৫), জোয়ারিয়ানালা নন্দাখালী এলাকার কালুর ছেলে মাহবুব উল্লাহ (৩০), মোহিববুল্লাহর পুত্র জাকারিয়া (২৫) সহ আরো ১০/১২ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসীদল।
এ ব্যাপারে রবি উল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এখনো পর্যন্ত কোন অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত