প্রকাশিত: ৩০/০৯/২০১৫ ৫:১৪ অপরাহ্ণ , আপডেট: ৩০/০৯/২০১৫ ৫:১৫ অপরাহ্ণ

csb24.com::
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পূর্নাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। বুধবার এই রায় প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ১৫ দিনের মধ্যে রায় পুর্নবিবেচনার আবেদন করতে পারবেন।
২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে চলতি বছরের ২৯ জুলাই আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
২০১৩ সালের ১৭ জুলাই আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১৬ জুল আপিল বিভাগ তারও মৃত্যুদন্ড বহাল রাখে।
রায় প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন আ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পাঠকের মতামত