প্রকাশিত: ৩০/০৯/২০১৫ ৫:০০ অপরাহ্ণ
csb24.com::
মোবাইল সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়ায় প্রথম পর্যায়ে প্রাহকরা ৬ মাস সময় পাচ্ছেন বলে জানিয়ে মোবাইলফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। একই সঙ্গে সংগঠনটি জানিয়েছে অনিবন্ধিত সিম সহসাই বন্ধ হওয়ার সম্ভবনা নেই। বুধবার গুলশানের অ্যামটব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব টি আই এম নুরুল কবির বলেন, আগামী এক নভেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সব অপারেটরদের পরীক্ষামূলকভাবে সিম পুনঃনিবন্ধন শুরু হবে। এ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৬ ডিসেম্বর; প্রাথমিকভাবে ৬ মাস এ কার্যক্রম চলবে । এরপর কী হবে- ছয় মাস পর তা ঠিক করা হবে বলে অ্যামটব মহাসচিব জানান।
পাঠকের মতামত