১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
আব্দুস সালাম, টেকনাফ:: বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ছয়টি মাছ ধরার ট্রলারসহ অস্ত্রের মুখে ধরে নিয়ে ...
অনলাইন ডেস্ক:
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। নয় বছর আগের ওই ঘটনায় দোষি সাব্যস্ত ১২ জনের মধ্যে বাকি সাতজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। মুম্বাইয়ের একটি জজ আদালত বুধবার এ মামলার রায় ঘোষণা করে বলে টাইমস অব ইন্ডিয়ার খবর।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রায়ে ১২ আসামিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দোষি সাব্যস্ত করে তাদের মার্চেন্ট অব ডেথ আখ্যায়িত করা হয়। ২০০৬ সালের ১১ জুলাই মুম্বাইয়ে চলন্ত ও দাঁড়িয়ে থাকা কয়েকটি ট্রেনে মাত্র ১১ মিনিটের মধ্যে সাতটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১৮৯ জন নিহত ও ৮১৭ জন আহত হন। সাতটি প্রেসারকুকারে করে আলাদাভাবে বোমাগুলো নিয়ে গিয়েছিল হামলাকারীরা।
পাঠকের মতামত