csb24.com::
সালমান খানের বিয়ের ঘটনাটি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা জানার জন্য অসংখ্য ভক্ত বহুদিন ধরে অপেক্ষায় রয়েছেন। যদিও সালমানের হাব-ভাব অনেকেই মনে করছেন, জীবনে হয়তো আর বিয়ে করবেন না। মূলত বিয়ের প্রতি সালমানের কোনো আগ্রহ রয়েছে বলে মনে হয় না। সব সময় এ প্রসঙ্গে বেশ কড়া জবাব দেন তিনি। এবারও বিয়ের প্রশ্নে তেমন এক নোনতা জবাব দিলেন সালমান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সম্প্রতি বলিউডের এ সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর তার রিয়ালিটি শো বিগ বসের এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, বিয়ে সারা জীবনের বিষয় নয়।
সালমান বলেন, ‘বিয়ে চিরদিনের বন্ধন নয়, আপনি যে প্রজন্মে বাস করছেন… তা হচ্ছে না।’
প্রশ্নের জবাবে সালমান পাল্টা জিজ্ঞাসা করেন, ‘আপনারা আমাকে স্থায়ী নাকি অস্থায়ীভাবে বিয়ে করতে বলেন?’
বিয়ে চিরদিনের বন্ধন নয় : সালমান খান
একজন রিপোর্টারের বিয়ে না করার পরামর্শ শুনে সালমান বলেন, ‘ভালো বিতর্ক… কেউ বলছেন বিয়ে করতে, কেউ বলছেন বিয়ে না করতে। আপনারা আমাকে নীতি থেকে সরে আসতে বলছেন?’
১১ অক্টোবর থেকে সালমানের বিগ বসের নতুন সিজন (৯) শুরু হবে। সে উপলক্ষেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।
পাঠকের মতামত