অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ কল্পনাতীত সফলতা অর্জন করেছে। যা বিশ্বের কাছে অনুকরণীয়। ২৯ সেপ্টেম্বর বিকেল চারটায় জাতিসংঘের সদর দফতরের কনফারেন্স রুম-৪ এ অনুষ্ঠিত এমডিজি টু এসডিজি: এ ওয়ে ফর ফরওয়ার্ড শিরোনামে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল-এমডিজি বাস্তবায়ন এবং সাসটেনিউবল ডেভেলপমেন্ট গোল-এসডিজি লক্ষ্যমাত্রা নির্ধারণ তার জলন্ত উদাহরণ।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেনের সঞ্চালনায় এতে নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেকজান্ডারের উপস্থিতিতে বক্তব্য রাখেন, আফ্রিকার বেনিনের প্রধানমন্ত্রী বণি ইয়া-ই ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফেন লভেন, জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবশেনের প্রেসিডেন্ট মর্গেনস লিক্কেটফ্ট, উইএনডিপির একমাত্র মহিলা প্রশাসক হেলেন ক্লার্ক জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের প্রতিনিধি ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা।
এ সময়ে প্রধানমন্ত্রীসহ উভয় বক্তাই জিডিপির উন্নয়ন, জলবায়ু মোকাবেলায় সাহসী ভূমিকাসহ এমডিজি ও এসডিজি বাস্তাবায়নে বাংলাদেশের ভূয়শী প্রসংশা করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সোজা চলে যান জাতিসংঘে বাংলাদেশ মিশন কার্যালয়ে। এর পর অংশ নেন সংবাদ সম্মেলনে। স্থানীয় সময় আগামীকাল (বুধবার) সকাল নয়টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৪তম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
পাঠকের মতামত