csb24.com::
রংপুরে বিষাক্ত মদ পান করে সাতজনের মৃত্যুর ঘটনায় মাহীগঞ্জ পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী হাসান। দুইজনকেই পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে মঙ্গলবার নিহত নাসিম ও মনুর ভাই আমিন সরকার বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় মাদক ব্যবসায়ী মিঠুসহ ১৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের অভিযানে নগরের তাজহাট বিহারিপাড়ায় মিঠুর বাড়ির ১২টি স্থানে গর্ত করে পাতিলে রাখা মদ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ওই এলাকায় মিঠুর বাড়ির সামনের গাছতলায় মদের আসর বসে। এক পর্যায়ে মদ পানকারীরা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই চারজন মারা যান। পরে হাসপাতালে মারা যান আরও তিনজন। আশঙ্কাজনক অবস্থায় আছেন দুইজন।
রংপুরের এসপি আবদুর রাজ্জাক জানান, পুলিশ ফাঁড়ির ৫০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। তাই পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠেছে। এ কারণে দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত